প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান,স এসোসিয়েশনের যাত্রা শুরু

মধুপুর টাংগাইল প্রতিনিধি:
টাঙ্গাইল মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন নামের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু করে শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ১৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার তারা কমপ্লেক্স ৩য় তলায় টেলিকম এন্ড টেকনিশিয়ান নামের এ এসোসিয়েশনটির শুভ উদ্বোধন হয়। সারা মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার টেলিকম ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের নিয়ে এ সংগঠনটির শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী এ অনুষ্ঠানে মো: জলিল তালুকদারের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ে হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মো: এমরানুল কবির, মো: মনিরুজ্জামান রবিন, মোঃ শফিকুল রহমাম (সবুজ)। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মো: মোহাররম আলী, সহ-সভাপতি মো: ইকবাল হোসেন, মো: সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মো: শেখ বাবুল, মো: শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মতিয়া রহমানসহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।
মধুপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের টেলিকম অ্যান্ড টেকনিশিয়ান ব্যবসায়ীদের ১৭৫ জন সদস্য নিয়ে এ এসোসিয়েশনটি গঠিত হয়। মধুপুরের টেলিকম অ্যান্ড টেকনিশিয়ান ব্যবসায়ীদের সুসংগঠিত রাখতেই এই সংগঠনে যাত্রা হয়েছে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com